Here you go

আমার কথা

আমার নাম সোমক,আমি থাকি কালনা তে। বলতে গেলে থাকতাম কালনা তে,এখন থাকি নয়ডা তে। আমার ছাত্র জীবন শুরু হয়েছিল শশীবালা স্কুল থেকে।প্রভাতি দিদিমণি,মিনতি দিদিমণি,বাণী দিদিমণি দের কাছ থেকে আমি প্রাথমিক শিক্ষা টা নিয়েছিলাম,তারপর চোলে এসেছিলাম অম্বিকা স্কুলে। সেও এক আজব মজাদার স্কুল ছিল। খুব এঞ্জয় করেছি স্কুল এর দিন গুলো,আজো মনে আছে সে দিন টার কথা যেদিন ছিল আমাদের স্কুলের শেষ দিন।কষ্ট হয় আজও,ভাবি যদি ফিরে যেতে পারতাম আর একবার কি ভালোই না হত। ক্লাস টেন অবধি পড়াশোনাটা করতাম মোটামুটি,তারপর ছেরে দিয়েছিলাম,মানে আমি ভেবে নিয়েছিলাম আমি অনেক কিছু জেনে গেছি,অল্প পড়লেই হয়ত বাঘ মেরে দেবো,আমি ভুল ছিলাম,উচ্চ মাধ্যমিকে যখন সেকেন্ড ডিভিসন পেলাম,তখন বুঝতে পারলাম আমার দৌড় টা কতদুর।যাক সেসব কথা। এরমাঝে একটা কাজ করেছিলাম,জয়েন্ট টা দিয়েছিলাম, বাজে রেজাল্ট হয়েছিল,তবুও চান্স পেয়েছিলাম একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, আমার বিষয় ছিল, আইটি। ক্লাস টুএল্ভ কোনো দিন কম্পুটার এ হাত দিই নি,পড়তে গেলাম এদিকে কম্পুটার ইঞ্জিনিয়ারিং,বোঝো ব্যাপার। ফলাফল হাতে নাতে পেয়েছিলাম।যাক সে কথা ওসব বলে লাভ নেই,তবে এটুকু বলতে পারি,আমার জীবনে আমি যে প্রথমবার কম্পুটার চালিয়েছিলাম সি এর প্রোগ্রাম করতে,আমি এটাও জানতাম না পেন্ট বা ক্যাল্কুলেটর টা কোথায় থাকে।প্রথম প্রথম ইংরাজিতে খুব অসুবিধা হত,তারপর দেখলাম খুব একটা শক্ত নয়ে লেখা টা,কিন্তু বলাটা রিতিমত শক্ত ছিল আমার কাছে। কলেজে যেতে প্রথম প্রথম ভয় করত,শালা এতো জ্বালাতোন করত সিনিয়ার গুলো যে বলার কথা নয়। হস্টলে থাকতাম। রাতের বেলাও অত্যাচার চলত। যাক তারপড় হস্টেলের দাদা গুলো বন্ধু হয়ে গেছিল। কিন্তু কলেজ জিনিস টা কে কোনোদিন মানিয়ে নিতে পারিনি,প্রথম প্রথম ভয় পেতাম,পড়ের দিকে মাইনরিটি কম্পলেক্স এসে গিয়েছিল,যে সবাই আমার থেকে এগিয়ে,সবাই দারুন ইংরাজি বলতে পারে,সবাই কম্পুটারে দারুন কাজ করে,আমি পাড়িনা,এই সব আরকি।একদম কলেজ যেতাম না।আট টা সেমিস্টারে আমার পাঁচ বার গারজেন কল হয়েছিল,লো এটেন্ডেন্স এর জন্য। ২০০৮ এ পাস করে বেরোলাম,তখন দেখলাম,বাইরের দুনিয়াটা বড্ড কঠিন ঠাঁই। একটা জবরদস্ত অজুহাত ছিল আমার কাছে,"রিসেসন"।সবাইকে সব কম্পানি ছাঁটাই করে দিচ্ছে,আমাকে কে নেবে? সবাইকে বোকা বানালাম,আর আমিও বোকা বনলাম। হয়ত হত কিছু,কিন্তু চেস্টা টা করলাম না,ফালতু বসে বসে আর ফ্রাস্ট্রেসানে ভুগে দিনগুলো কাটিয়ে দিচ্ছিলাম।খারাপ লাগার কথা ছিলনা,কিন্তু বাড়ির লোক আর তিষ্ঠতে দেবে,কিছু কর, কিছু কর বলে মাথাটা খারাপ করে দিলো। কি আর করি,অনেক ভেবেচিন্তে দেখলাম এম বি এ করাটা সব থেকে বেটার।যেমন ভাবা তেমনই কাজ,দিলাম ফুঁকে বাবার ৫ লাখ টাকা,নিলাম এডমিসান এবার গ্রেটার নয়ডা তে,কোলকাতা টা তো দেখলাম এবার বাইরে টা একবার দেখবো না?
এখানে এসে বেশ ভালোই লাগছিল,বেশ খাচ্ছিলাম ,দাচ্ছিলাম,ঘুর ছিলাম। কিন্তু একটু বিপত্তি ঘটল,সেটা হল অনুশোচনা।শালা পুরো মশার মত জিনিস,কানের গোরা তে পিন পিন করেই যায়,কিছুতেই পালিয়ে যাওয়া যায়না। কি করি ভাবছি,এই যেমন সিনেমা দেখছি,এমন সময় কোথা থেকে মশাটা কানের গোরাতে পিন পিন করতে লাগল,"এই ভাবে সময় নষ্ট করিস না" কি জ্বালাতোন বল দিকি,কেউ কি আমাকে একটুও শান্তি তে থাকতে দেবে না?অনেক চেষ্টা করলাম মুক্তি পাবার,নাহ পেলাম না,শালা এমনকি রাতের বেলাও হানা দিতে আরম্ভ করল মশাটা। অনেক ভেবে চিন্তে সেই খারাপ কাজটা শুরু করলাম,মানে পড়তে বসলাম। সেই মাধ্যমিক দিয়ে আমি রেষ্ট নিতে শুরু করেছিলাম এতদিনে সেটা কাটল। কিছু কিছু সাবজেক্ট বেশ ভালোই লাগত।যাক অভ্যেস টা তো এল।তারপর? নাহ তারপর আর কিছু নেই,চলছে।।পরে আপডেট দিয়ে দেব এখানে।



No posts.
No posts.

Please ask qusetions here

My life My rulez

My life My rulez
Ami ar amar Premika

Followers